ঝাঁপা পুরাতন ভাসমান সেতু (অনাথের ঘাট) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ-উল আযহার জামাত অনুষ্ঠিত

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

মুহাঃ মোশাররফ হোসেন, ডেস্ক রিপোর্টঃ

ঝাঁপা পুরাতন ভাসমান সেতু (অনাথের ঘাট) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ-উল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। পরম করুনাময় আল্লাহ তাআলার  অশেষ মেহেরবানীতে আবহাওয়া খারাপ থাকার পরেও সকালে আল্লাহর রহমতে একটু সুযোগ পেয়ে উৎফুল্লো অবস্থায় সবাই ঈদ-উল আযহার নামাজের জামাত ঝাঁপা পুরাতন ভাসমান সেতু (অনাথের ঘাট) কেচন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ জামাতের সহিত আদায় করেছেন। অত্র ঈদের নামাজের জামাতের পুর্বে ঈদগাহের বাৎসরিক হিসাব কিতাব প্রদান করেন ঈদগাহের সেক্রেটারী মোঃ ওহিদুজ্জামান। বাৎসরিক ইসাব কিতাবের শেষে ঈদ-উল আযহার নামাজের জামাত এবং মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওঃ মোঃ শওকত আলী।
error: Content is protected !!