জামালপুরে বিদায় জামাই মেলা  শুরু হচ্ছে শুশুর মেলা

লেখক: Rakib hossain
প্রকাশ: 11 months ago

জাবির আহম্মেদ জিহাদ (জামালপুর) প্রতিনিধি:

জামাই মেলার দিন শেষ ; শ্বশুর মেলার বাংলাদেশ।জামালপুর জেলার মেলান্দহে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী জমে উঠেছে শ্বশুর মেলা। মেলা চলবে এ বছরের শেষ দিন পর্যন্ত।জামালপুর জেলা সহ আশেপাশের বিভিন্ন স্থান থেকে এ মেলা দেখতে আসছেন।এলাকায় শুরু হয়েছে একধরনের উৎসবের আমেজ।

মেলান্দহ উপজেলার তেঘরিয়া জয় বাংলা বাজারে পাশে একটি মাঠে এ ‘শ্বশুর মেলা’ শুরু হয়েছে।

শ্বশুর মেলার আহ্বায়ক শাহাদাৎ হোসেন উজ্জল বলেন, এবার জামাইয়েরা শ্বশুরবাড়িতে না গিয়ে, শ্বশুরদের জামাই বাড়িতে দাওয়াত করা হয়েছে। তাই শীতকালীন মেলার পরিবর্তে শ্বশুর মেলা দিয়েছি। মেলায় আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব।

শ্বশুর মেলায় ১০০ টির মতো বিভিন্ন ধরনের দোকান রয়েছে। মেলার স্থানীয়রা বলেন, শীতকালে এবার এলাকায় জামাইয়ের শ্বশুরবাড়িতে না গিয়ে শশুর-শাশুড়িকে দাওয়াত করে জামাই বাড়িতে আনছেন।ঘুরে ঘুরে আনন্দ উল্লাস করছেন অনেকে।

জামালপুরে বিদায় জামাই মেলা ; শুরু হচ্ছে শুশুর মেলা।

error: Content is protected !!