জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

জাবির আহম্মেদ জিহাদ(জামালপুর)প্রতিনিধি:

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জামালপুরে বিভিন্ন এলাকায় যমুনার পানি আবারও বৃদ্ধি পেয়েছে।জেলার ইসলামপুর,দেওয়ানগঞ্জ,সরিষাবাড়ি সহ কয়েকটি গ্রামের আংশিক স্থান পানিতে হাবুডুবু খাচ্ছে।জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সূত্রে জানা যায়, যমুনার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।জেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপত্‍সীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।ইসলামপুর উপজেলার ৩ নং চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, আমার এলাকার দেওয়ানপাড়া,শিংভাঙ্গা,বামনা,চিনাডুলী সহ করেকটি গ্রামের প্রায় ৩ হাজার পরিবার পানি বন্দি।এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক আব্দুল মান্নান বলেন, বড় ধরনের বন্যার লক্ষণ এখনো প্রকাশ পায়নি।তবে মাঝারি ধরনের একটা বন্যা হতে পারে ।আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই পানি কমার সম্ভবনা আছে।জামালপুর জেলা ত্রাণ ও পুনবার্সন কমকর্তা আলোমগীর হোসেন বলেন, বন্যা মোকাবেলায় ১০০ মেট্টিক টন চাল ও ৭ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

error: Content is protected !!