জামালপুরে নকরেক আইটি ইনস্টিটিউটের ফ্রি ফ্রিলান্সিং সেমিনার অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 6 months ago

জাবির আহম্মেদ জিহাদ:
জামালপুর -৫ আসনের এমি.পি “আবুল কালাম আজাদের” সহযোগিতায় জেলা স্কাউট ভবনে আইসিটি বিষয়ক ফ্রি সেমিনারের আয়োজন করে নকরেক আইটি ইনস্টিটিউট।
(শুক্রবার) ৭ জুন সকাল সাড়ে ১০ টায় সেমিনারটি শুরু হয়। এতে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডিজাইন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেয় নকরেক আইটি ইনিস্টিটিউট।
নকরেক আইটি ইনিস্টিটিউটের স্বপ্ন, দেশের শিক্ষিত অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করা।
নকরেক আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর নকরেক সেমিনার শেষে কুইজ কুইজ প্রতিযোগীতায় আয়োজন করেন। এতে ১ম প্রশ্ন ছিল বিশ্বজুড়ে সর্বমোট ফ্রিলান্সার সংখ্যা কত! ২য় প্রশ্নটি বাংলাদেশে জনপ্রিয় ওয়েবসাইটের নাম এবং ৩য় নম্বর ফ্রিলান্সিং বিষয়ক একটি বইয়ের লেখকের নাম ধরা হয়েছিল।
এতে ১ম ও ২য় হন দু’জন ছেলে তারা একটি করে টি-শার্ট গিফ্ট পান। ৩য় জন বুদ্ধিমতী এক মেয়ে।সে বইটি গিফ্ট পেয়েছেন।
সেমিনারটি শেষ হয় দুপুর সাড়ে ১২ টায়।সর্বশেষ জামালপুর স্কাউট ভবনের সামনে ড্রোন শটের মাধ্যমে ভিডিও ধারণ করে প্রোগ্রামের সমাপ্তি হয়।
উল্লেখ্য, সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর ২০১৭ সালে নকরেক আইটি ইনস্টিটিউট চালু করেন সুবীর নকরেক। ময়মনসিংহের কাঁচিঝুলি, গাজীপুরের ফুলবাড়িয়া, জামালপুরের নান্দিনা ও ঢাকার বসুন্ধরায় শাখা রয়েছে প্রতিষ্ঠানটির।
এরই মধ্যে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন জেলায় সেমিনার আয়োজনের মাধ্যমে প্রায় দেড় লাখ তরুণ-তরুণীকে আউটসোর্সিং প্রশিক্ষণ দিয়েছে।
error: Content is protected !!