জামালপুরে কিশোরকন্ঠ জিপিএ-৫ সংবর্ধনা

লেখক: Rakib hossain
প্রকাশ: 6 months ago

জাবির আহম্মেদ জিহাদ:
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম জামালপুর জেলার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ জুন) জেলার লুইজ ভিলেজ পার্কে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম জামালপুর জেলার ভাইস  চেয়ারম্যান মো: আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের জেলা চেয়ারম্যান আহমাদ সালমান।
কিশোরকন্ঠ পাঠক ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে  জামালপুর সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ী এবং মাদারগঞ্জ উপজেলা থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
উক্ত অনুষ্ঠানে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের জামালপুর জেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মেধাবী শিক্ষার্থীদের সঠিক পথ নির্দেশনা প্রধানের মাধ্যমে একটি সৎ, দক্ষ, দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম। সেই স্লোগানের আলোকে আমরা জামালপুরেও মেধাবীদের নিয়ে কাজ করে যাচ্ছি। কিশোরকন্ঠ পড়লে সাধারনত একজন দুর্বল স্টুডেন্ট ও মেধাবী হয়ে গড়ে ওঠে।
জামালপুর জেলা  চেয়ারম্যান আহমাদ সালমান বলেন, আমাদের এ পত্রিকার শুরুতেই কুরআনের আলো হাদিসের আলো আছে এবং ভেতরে অনেক মজার মজার ছড়া, কবিতা, গল্প, উপন্যাস হাসির বাক্স পাওয়া যায়।
এতে বিভিন্ন কুইজ কুইজ প্রতিযোগিতাও আছে। বিভিন্ন ধাঁধা আছে।
তিনি আরো বলেন, মাদক ছাত্রসমাজের সোনালী ভবিষ্যত কেড়ে নিচ্ছে। ছাত্রসমাজ আজ ধ্বংসের মুখে। এক্ষেত্রে মেধাবীদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সমৃদ্ধ দেশ গঠতে  অঙ্গিকারবদ্ধ হতে হবে।
error: Content is protected !!