জাবির আহম্মেদ জিহাদ(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের সদর উপজেলার একটি প্লাস্টিক কারখানায় কাজ করার সময় মেশিনে চুল আটকে শিলা আক্তার নামক এক নারী কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার চন্দ্রা এলাকায় বাইপাস সড়কের পাশে মেসার্স মোন্তাসিন নামের একটি কারখানায় এ দূর্ঘটনা ঘটে ঘটে।
নিহত শিলা আক্তার জেলার সদর উপজেলার কেন্দুয়া কালী বাড়ি ইউনিয়নের গহেড়পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী।
তিনি অনেকদিন ধরে এই কারখানায় কর্মরত আছেন। কারখানায় কর্মরত অনন্য কর্মীরা বলেন, দুপুরে রিসাইক্লিং মেশিনে প্লাস্টিক কাটার কাজ করছিল শিলা। এ সময় অসাবধানতাবশত মেশিনের ভেতরে তার মাথার চুল আটকে যায়। এতে মেশিনের ভেতর তার দেহ ঢুকে যায়। পরে শিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।