জামালপুরে আন্তনগর এক্সপ্রেস ট্রেনে আগুন

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

অনলাইন ডেস্কঃ

জামালপুরের সরিষাবাড়িতে চলন্ত আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রে,এনটি রাত ১টার দিকে সরিষাবাড়ি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরপরই ট্রেনের পেছনের বগিতে আগুন জ্বলে ওঠে।

পরে ট্রেনটি রেলপয়েন্টে গিয়ে থেমে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ৩টি বগি পুড়ে যায়। তবে কে বা কারা এই অগ্নিকান্ড ঘটিয়েছে রেল পুলিশ বা রেলওয়ে কর্তৃপক্ষ তা বলতে পারছেনা।

স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় হুড়াহুড়া করে নামতে গিয়ে ট্রেনের ৮-১০ জন যাত্রী আহত হয়েছেন।

সরিষাবাড়ি রেলস্টেশন মাস্টার আঃ সালাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাত একটার দিকে সরিষাবাড়ি স্টেশনে পৌঁছায়। রাত ১টা ১০মিনিটে ট্রেনটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের পেছনের বগিতে আগুন জ্বলে ওঠে। এ সময় ট্রেনটি স্টেশন পয়েন্টে থেকে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ট্রেনের ২টি বগি পুড়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে সে সম্পর্কে রেল কর্তৃপক্ষ কিছুই বলতে পারছেনা।

সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, খবর পাওয়ার সাথ সাথেই আমরা ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ অগ্নিকাণ্ডের ঘটনার সাথে যারা জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এম,এম,হোসেন/নিউজ বিডি জার্নালিস্ট ২৪

error: Content is protected !!