জাবির আহম্মেদ জিহাদঃ
আমাদের এই ছোট্ট দেশের
রূপের নাহি শেষ,
যেখানে যায় রূপের মেলা
লাগে দারুণ বেশ।
শস্য-শ্যামল ভরা থাকে
পুরো বারো মাস,
একটার পর এক শস্য জন্মে
সুখে করি বাস।
বর্ষাকালে নৌকা দিয়ে
করি গুঠেল হাট,
কৃষক যারা পানির মধ্যে
কাটে সোনার পাট।
বাংলাদেশের দারুণ দৃশ্য
অন্য কোথাও নাই,
বাংলাদেশে জন্ম আমার
সকল কিছুই পাই।
বাংলার দৃশ্য বাংলার মাটি
আমার জানের জান,
ভালোবাসি ভালোবাসবো
রাখবো দেশের মান।