জাবির আহম্মেদ জিহাদের লেখা কবিতা”শীতের নদী”

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

জাবির আহম্মেদ জিহাদ

ছলছল ছলছল

নদী বঁয়ে চলে,

আঁকে বাঁকে নিরবধী

মন কথা বলে।

নদী হয়ে যায় চর

কিবা হাঁটু পানি,

মাঘ থেকে বৈশাখ

জল কম খানি।

চাষি হয়ে যায় পাড়

কাঁচি-ছালা নিয়ে,

তরী চলে ঠেলে ঠেলে

বালুচরে গিয়ে।

হাঁটু জলে ছেলে-মেয়ে

করে নানা খেলা,

নদী বুকে শীত কালে

লাখো পাখি মেলা।

ভিন দেশ থেকে আসে

কত শত পাখি,

শীত কালে ভীড় জমে

দেখি মেলে আঁখি।

 

 

 

 

 

error: Content is protected !!