ডেস্ক রিপোর্ট:
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ২ই মে রাত সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কামরুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক বার্তা সম্পাদক ছিলেন। তিনি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে অবসরে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কামরুল ইসলাম চৌধুরী মৃত্যুর খবরটি জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া নিশ্চিত করেন।
তিনি বলেন, কামরুল ইসলাম চৌধুরী প্রায় এক মাস ধরে বিএসএমএমইউতে ভর্তি ছিলেন। তার লিভার সিরোসিস ছিল। যা পরে ক্যান্সারে রূপ নেয়। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আইচাপাড়া গ্রামে কামরুল ইসলাম চৌধুরীকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
সি,বি/ নিউজবিডিজারনালিষ্ট ২৪