জাতীয় নির্বাচনে ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

অনলাইন ডেস্কঃ

বেশ কিছুদিন ধরেই পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে উত্তাল রাজপথ। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দুই দলের অবস্থান দুই মেরুতে। ফলে নির্বাচনকে ঘিরে প্রতিনিয়ত বড় দুই রাজনৈতিক শক্তির সংঘাতের সম্ভাবনা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সংঘাত আসন্ন জাতীয় নির্বাচনকে ঝুঁকিতে ফেলতে পারে। এ কারণে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমঝোতার তাগিদ তাদের।

একাদশ সংসদের মেয়াদ প্রায় শেষ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে হতে হবে নির্বাচন। ইসি বলছে, অক্টোবরের শেষ সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আর ভোট হতে পারে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে।

নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নিজেদের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। আগের তুলনায় গত কয়েকদিনে রাজপথে বিএনপির উপস্থিতিও বেড়েছে। এরই মধ্যে রাজধানীতে দুটি বড় সমাবেশ করেছে দলটি। বিএনপির পাশাপাশি আওয়ামী লীগও রাজপথে তাদের শক্তি জানান দিচ্ছে।

এম,এম,হোসেন নিউজবিডি জার্নালিস্ট২৪ 

error: Content is protected !!