প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৩, ৮:৩৯ পূর্বাহ্ণ
জাতীয় নিরাপদ সড়ক দিবসে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
মোঃ রাজু রংপুর বিভাগীয় প্রতিনিধি :
“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ম জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেল এর যৌথ আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে শহরের প্র সড়ক গুলি প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী। এ সময় বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক প্রকৌ: তন্ময় কুমার ধর, মোটরযান পরিদর্শক উত্তম কুমার দেবশর্মা সহ জেলা প্রশাসন, বিআরটিএ, পুলিশ প্রশাসন সহ নানা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com