জননেতা শওকত মোল্লা র উপস্থিতে বস্ত্র দান অনুষ্ঠিত হবে ভাঙড়ে

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আগামী ১৮ই, অক্টোবর বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ভাঙড়ের চন্দেনেশ্বর এলাকায় দুর্গাপুর এলাকায় একটি বস্ত্র দান শিবিরের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিম বাংলা র সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান এবং পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও ক্যানিং পূর্বে র বিধায়ক শওকত মোল্লা। এই মহতী অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ভাঙড় ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান এবং তৃনমূল দলের অন্যতম নেতা শাহাজাহান মোল্লা এবং স্হানীয় তৃনমূল দলের নেতৃত্ব। এই অনুষ্ঠানে প্রায় শতাধিক মানুষের মধ্যে বস্ত্র পরিধান বিতরণ করা হবে। চন্দেনেশ্বর উচ্ছ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এই বছর এই অনুষ্ঠান করা হয়েছে। দুর্গা পূজা র আগে সনাতন ধর্মের মানুষের কাছে পৌঁছে যাবে নতুন বস্ত্র পরিধান। সেই সঙ্গে খুশির মধ্যে থাকবে দুর্গা পূজা র আমেজ।

error: Content is protected !!