কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দর বন বিভাগের ক্যানিং পূর্ব এর বিধায়ক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শওকত মোল্লা র উদ্দোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় ক্যানিং পূর্বে। এই অনুষ্ঠানে প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শওকত মোল্লা।
তিনি তার বিধান সভা এলাকায় প্রত্যন্ত অঞ্চলের গরীব মহিলা ও শিশু এবং পুরুষের কাছে শীতবস্ত্র বিতরণ করেন। সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্ব এর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তাদের অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা জানাতে চান। এবং সমস্ত সমস্যার সমাধান করতে তিনি ও তার সরকার বদ্ধপরিকর। তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও তার প্রেরণা নিয়ে কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে। রাস্তা ঘাট পানীয় জলের সমস্যা এবং ইস্কুল কলেজ ও হাসপাতাল এবং শিশুদের জন্য মিড ডে মিল ঠিক মতো পৌঁছে যাচ্ছে কি না তার খোঁজ নেন। পঞ্চায়েতের সাধারণ মানুষের জন্য পশ্চিম বাংলা সরকারের আবাস যোজনার ঘর ঠিক মতো পাচ্ছে কি না তার খোঁজ খবর নেন।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্ব এর যুব তৃনমূল দলের সভাপতি ও ক্যানিং পূর্ব এর মৎস্য প্রানী সম্পদ বিভাগের কর্মধক্ষ্য সাদেক লস্কর সহ অন্যান্য জেলা ও ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্যরা।