ছোট্ট ওবায়দুল্লাহ এর পাশে দাঁড়ালো ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন (FCBF)

লেখক:
প্রকাশ: 1 year ago

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের ৯নং ঝাঁপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোঃ ওবায়দুল্লাহ এর চিকিৎসার জন্য ৫০০০১ পঞ্চাশ হাজার এক টাকা আর্থিক সহায়তা দিলো মনিরামপুর এর অন্যতম অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন FCBF । আজ রবিবার  ১৬ জুলাই বিকালে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন FCBF পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের নিবেদিতপ্রাণ মানবতার ফেরীওয়ালা সদস্যগন অসুস্থ ওবায়দুল্লাহ এর পরিবারের হাতে চিকিৎসা অর্থ তুলে দেন। জানা গেছে ওবায়দুল্লাহ(৩) দীর্ঘদিন পেটে টিউমার এবং জিহ্বা তে ঘা জনিত রোগে ভুগছেন। তার পরিবার এতটা হতদরিদ্র যে মানবতার জীবন যাপন করেন। অসুস্থ ওবায়দুল্লাহ নানা বাড়িতে থাকেন । চিকিৎসার অর্থ না জোগাতে পারাই শরণাপন্ন হন সেচ্ছাসেবী সংগঠন FCBF এর দ্বারে। উক্ত ঘটনা জানতে পেরে সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল হোসেন মালয়েশিয়া থেকে তাৎক্ষণিকভাবে সংগঠন এর সকল সদস্যদের সঙ্গে নিয়ে দেশ এবং প্রবাস থেকে শিশুটির চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে শুরু করেন। যা আজ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সর্বশেষ FCBF সংগঠন এর ডাকে সাড়া দিয়ে দে-শ এবং প্রবাস থেকে যারা শিশুটির চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছেন তাদের সকলকেই ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন FCBF এর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠন এর সর্বস্তরের সদস্যগন।
error: Content is protected !!