ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু 

লেখক: Champa Biswas
প্রকাশ: 10 months ago

মোঃ এমদাদুল হক,ঢাকুরিয়া প্রতিনিধিঃ 

মনিরামপুরে তিনতলা ছাদ থেকে পড়ে হারাধন কুন্ডু (৬৪) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারী) ভোরে উপজেলার ভবানীপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত হারাধন কুন্ডু ওই গ্রামের তারাপদ কুন্ডুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, হারাধন কুন্ডু ২০১৬ সালে পুলিশের এসআই পদ থেকে অবসরে যান। তার সহধর্মীনীর মৃত্যুর পর গ্রামের বাড়ি ভবাসীপুরে একাকী বসবাস করতেন। বছর তিনেক আগে হারাধন ব্রেন স্ট্রোক করেছিলেন। প্রতিদিন ভোরে বাড়ির ছাদের হাঁটাহাঁটি করেন হারাধন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাড়ির ছাদে হাটাহাটি করতে গেলে পা পিছলে ছাদ থেকে পড়ে মাথায় আঘাত পান এস আই হারাধন কুন্ডু এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মনিরামপুর থানার উপ-পরিদর্শক প্রসেনজিৎ মল্লিক বলেন, তিনতলা ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হারাধন কুন্ডুর মৃত্যু হয়েছে। তবে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্বজনদের সূত্রে জানা যায়, হারাধন কুণ্ডুর প্রথম স্ত্রীর ঘরে দুই মেয়ে রয়েছে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়েও করেছিলেন হারাধন কুন্ড তিন মাস আগে তাঁর দ্বিতীয় স্ত্রী গলায় ফাঁস দিয়ে মারা যায়। এরপর থেকে বাড়িতে একা থাকতেন তিনি।

হারাধন কুণ্ডুর বড় মেয়ে মাধুরী কুণ্ডু বলেন, কয়েক দিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। তাঁর বাবা বাড়ির তিনতলা ছাদের একটি কক্ষে থাকতেন। এক বছর আগে তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন। প্রতিদিনের মতো আজ শনিবার ভোরে বাড়ির খোলা ছাদে হাঁটাহাঁটি করছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পা ফসকে ছাদ থেকে নিচে পড়ে যান। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার।

error: Content is protected !!