সোহেল রানাঃ
"বাংলাদেশের গাছ, বাংলাদেশের প্রাণ, গাছ লাগান, বাংলাদেশকে বাঁচান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুর পরিবেশের ভারসাম্যা রক্ষায় মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও গুনিজন সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় মণিরামপুর উপজেলার টেংরামারী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় হলরুমে সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর উদ্যোগে ও বর্ণিল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পর্ষদের সভাপতি বিনোদ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঝিকরগাছার মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক জয়নাল আবেদিন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আশরাফুজ্জান বাবু, সেচ্ছাসেবী সংগঠন রংধনুর উপদেষ্টা ও শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঝিকরগাছা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাদঁ, বর্ণিল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মেহেদি হাসান দিপু, সাধারণ সম্পাদক আনাস উদ্দিন, সাংবাদিক এম আর মাসুদ, সেচ্ছাসেবী সংগঠন রংধনুর উপদেষ্টা ও শিক্ষক আলমগীর হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ৩শ' পিস বিভিন্ন রকমের ফলজ ও বনজ গাছ বিতরণ, ও গুনিজন সংবর্ধনা প্রদান করা হয়।
পরে বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি মীর ফারুক আহমেদ, জান্নাত ফাউন্ডেশনের পরিচালক সালমা খাতুন মণি, আর্তমানবতায় সেবা এবং রক্তদানে বিশেষ অবদানে সেচ্ছাসেবী সংগঠন সেবা, এস কে ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক হাবিবুর রহমান হাবিব, সেচ্ছাসেবী সংগঠন রংধনুর উপদেষ্টা ও শিক্ষক আলমগীর হোসেন, গোলাম মোস্তফা, বর্ণিল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মেহেদি হাসান দিপু, সাধারণ সম্পাদক আনাস উদ্দিন, সাংবাদিক সোহেল রানা, পরিবেশ বান্ধব সাংবাদিকতায় এম আর মাসুদ, সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, বর্ণিল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য টেংরামারী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র দাস, সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর পক্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য টেংরামারী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পর্ষদের সভাপতি বিনোদ রায়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।