ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

লেখক: Champa Biswas
প্রকাশ: 3 months ago

স্টাফ রিপোর্টার: 

বৈষম্য বিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাঁদের রুহের মাগফিরাত এবং যাঁরা আহত হয়েছেন তাঁদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৯ আগস্ট) বেলা দুইটার দিকে জুমার নামাজ শেষে খুলনা খালিশপুর মুজগুন্নী বাইতুস সালাত জামে মসজিদ কমিটির পক্ষ থেকে শহীদদের জন্য এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামে শহীদদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। মহান আল্লাহপাক নিজে পবিত্র কোরআনে বলেছেন, ‘যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদের তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা রিজিকপ্রাপ্ত।’ (সুরা, আল-ইমরান, আ/১৬৯)।

পবিত্র কোরআনের অন্যত্রে মহান আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘এ সময় যদি তোমাদের ওপর আঘাত লেগে থাকে, তাহলে এর আগে তোমাদের বিরোধী দলের ওপরও এ ধরনের আঘাত লেগেছে। এটা তো সময়ের উত্থান ও পতনমাত্র, যা আমি মানুষের মধ্যে একের পর এক দিয়ে থাকি। তোমাদের ওপর এ সময়টা এজন্য আনা হয়েছে যে, আল্লাহ দেখে নিতে চেয়েছিলেন, তোমাদের মধ্যে সাচ্চা মুমিন কারা এবং তিনি তোমাদের মধ্য থেকে ওই লোকদের বাছাই করে নিতে চেয়েছিলেন, যারা আসলেই শহীদ বা সত্যের সাক্ষী। কেননা জালিমদের আল্লাহ পছন্দ করেন না।’ (সুরা আল-ইমরান আ/ ১৪০)।

মসজিদ কমিটি আয়োজিত অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

মহান আল্লাহর কাছে একজন শহীদের জন্য রয়েছে আলাদা মর্যাদা ও সম্মান এবং তাকে ইসলাম প্রদান করেছে বিশেষ গুরুত্ব। একজন মুসলমান হিসেবে আমাদের উচিত শহীদের জন্য মহান আল্লাহরতায়ালার কাছে দোয়া-প্রার্থনা করা।

দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া অনুষ্ঠানে এলাকার সকল মুসাল্লীগন উপস্থিত ছিলেন।

error: Content is protected !!