পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেনের জন্মদিন আজ।
এরই অংশ হিসেবে শুক্রবার (১০ নভেম্বর) এশার নামাজ শেষে রংপুর মহানগরের ২৮নং ওয়ার্ডে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট তাজহাট কলেজ শাখা ছাত্রলীগ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর ছাত্রলীগ শাখার সাবেক সহ—সম্পাদক রিপন বাবু এবং ছাত্রলীগের নেতাকর্মীসহ এলাকার ধর্মপ্রান মুসলমান।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়া সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন।
বর্তমানে তিনি ডেভেলপমেন্ট স্টাডিজে বিভাগে অধ্যয়নরত আছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
তার বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলায়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।
তিনি এর আগে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ডাকসুতে এজিএস হিসেবে দায়িত্ব পালন করেন। ডাকসুতে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। এর আগে তিনি স্যার এ এফ রহমান হলের সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের আইনবিষয়ক উপ—সম্পাকের দায়িত্ব পালন করেছেন।
এদিকে বাংলাদেশের ছাত্রসমাজের অভিভাবক, সাহসী ছাত্রনেতা, শত শত মুজিব সৈনিক গড়ার কারিগর, বাংলাদেশ ছাত্রসমাজের দাবী আদায়সহ যেকোনো মুহুর্তে বিপদে—আপদে ছুটে চলা মুজিব সেনা সাদ্দাম হোসেন সহ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।