সোহেল রানাঃ যশোরের চৌগাছা সীমান্তে ৬০ বোতল ফেনসিডিলসহ আব্দুল বারিক ওরফে আব্দুল্লাহ (৫৫) নামে এক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার চৌগাছা উপজেলার কদমতলা গ্রাম থেকে তাকে ফেনসিডিলসহ আটক করা হয়।
আটক আব্দুল বারিক শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত এলাহিবক্সের ছেলে এ/পি বর্তমানে চৌগাছা উপজেলার দিঘড়ি গ্রামের বাসিন্দা।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের (এসআই) আরিফুল ইসলাম, (এসআই) রাজেশ কুমার দাশ সঙ্গীয় ফোর্স যশোরের চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের কদমতলা গ্রামস্থ জনৈক আব্দুল কাদেরের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।ওই সময় ৬০বোতল ফেনসিডিল সহ আব্দুল বারিককে হাতেনাতে আটক করা হয়েছে।
এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে চৌগাছা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।