চুরুট বিরি

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 days ago

চুরুট বিরি
কলমে-শোহানুর রহমান

জামালপুরের পুনাই আমি
ডাহে সবাই গেন্দা,
ভাত এললা গতর ছারলেই
নাম হয় মেন্দা।

বিড়ি আমরা কই না
কয়ে থাহি চুরুট,
গতরের মধ্যে শব্দ করলে
তাও কই পুটপুট।

চুরুট বিরি খায়ে পুনাইপান
ভাবে সে চালাক,
অল্প বয়সে করে বিয়ে
বউ দে তালাক।

এবে করি হয়তাছে গেন্দা গেন্দি
খারাপ মেল্লা,
বেশি আর না কই
কইলাম এল্লা।

চুরুট খায়া বাদ দিয়ে
হয়ে যাও গেন্দা ভালা,
শান্তি সবাই পাবা তুমরা
বুকের কমবো জালা।

সংগ্রহে :জাবির আহমেদ জিহাদ

error: Content is protected !!