মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর বাবর আলী হত্যা মামলার মূলরহস্য ২৪ ঘন্টার মধ্যে উদঘাটিত এবং হত্যা কাজে হাসুয়াসহ স্ত্রী গ্রেফতার হয়েছে। পুলিশের সাংবাদিক সম্মেলনে ঘটনার বিবরন। দর্শনা থানাধীন ধান্যঘরা গ্রামের বাবর আলী (৪০) কে ৯ই জুন রাতে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে তার স্ত্রী মহিমা। পরে চিৎকার করে কে বা কারা তার স্বামীকে হত্যা করে পালিয়ে যায়। পরদিন দর্শনা থানায় মামলা করেন নিহতের ভাই সাবের আলী।
ঘটনার বিষয় থানা পুলিশ নড়েচড়ে বসে। উদঘাটন করতে থাকে হত্যার মূল রহস্য। তার স্ত্রীর কথাবার্তা অসংগতি দেখতে পেয়ে তাকে দর্শনা পুলিশ আটক করে। হত্যাকারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর মহিমা স্বীকার করে, সে পুলিশকে জানায় পারিবারিক কলহের জের ধরে স্বামী বাবর আলীকে হাসুয়া দিয়ে কোপ দিই তাতেই তার মুত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় দর্শনা থানায় অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া সুলতানা (দর্শনা-দামুড়হুদা-জীবন (নগর) দর্শনা থানায় প্রেসরিলিজের মাধ্যমে সাংবাদিকদের কাছে তুলে ধরেন।এসময় আরও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আমানুল্লাহ আমান, ওসি (অপরেশন) নিরব হোসেন,সেকেন্ড অফিসার আহম্মেদ আলী।