প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৩, ১:৩৩ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখের শোভাযাত্রা
মোঃ ওয়াাজেদ আলী স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা সরকারী কলেজের যৌথ উদ্যোগে পহেলা বৈশাখ শুভ নববর্ষ ১৪৩০ যথাযোগ্য মর্যাদায় উদযাপন হয়েছে। নববর্ষ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা চাঁদমারি মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে তা চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের যৌথ আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ এ কে এম সাইফুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদেন চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। এসময় এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের হাতে পুরস্কার তুলে দেয় হয়।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com