চুয়াডাঙ্গায় ভেজাল সিমেন উদ্ধার এ আই কর্মীকে জরিমানা

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

ডেস্ক রিপোর্ট :

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে এসিআই সিমেনের নকল বীজ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। অদ্য ৭/৯/২৩ তারিখে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে, জীবননগর উপজেলার সন্তোষপুর বাজারে ইজাব এলায়েন্স লিমিটেডের ডিলার মোঃ মেহেদী হাসান এর দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে মোঃ মেহেদী হাসানের দোকান থেকে এসিআই এর ভেজাল সিমের উদ্ধার হয়। উদ্ধার করার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ তানভীর হোসেন বলেন ভেজাল সিমেন আমাদের প্রাণিসম্পদের উন্নয়নের জন্য একটা বড় অন্তরায়, ভেজাল সিমের উৎপাদন করা মানে দেশ ও জাতির সাথে প্রতারণা করা। এসময় আরো উপস্থিত ছিলেন এসিআই এনিমেল জেনেটিক্স এর মার্কেটিং অফিসার তারেকুজ্জামান , এরিয়া ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান, ভেটেরিনারি সার্ভিসেস অফিসার ডাঃ মো: জাহিদ হাসান, এআই কর্মী মোঃ শিমুল মিয়া।

error: Content is protected !!