প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৩, ১১:৩৯ এ.এম
চুয়াডাঙ্গায় আম সংগ্রহ মৌসুম শুভ উদ্বোধন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান
![](https://newsbdjournalist24.com/wp-content/uploads/2023/05/received_777077417287095.jpeg)
৩৫ হাজার মেট্রিকটন উৎপাদনের লক্ষ্য নিয়ে চুয়াডাঙ্গায় বাণিজ্যিক ভাবে আম সংগ্রহ মৌসুমে শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯টায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ আধিদপ্তরের উদ্যোগে জেলা কৃষি সম্পসারণ অদিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম খান। চুয়াডাঙ্গা শহরের আদর্শ সরকারী মহিলা কলেজ পাড়ার মহলদার আম বাগানে আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম গাছ থেকে সংগ্রহের মাধ্যমে এ কাজের শুভ উদ্বোধন করা হয়। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহীন শাহনেয়াজ রাব্বি, জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি কুদ্দুস মহলদার, সাধারণ সম্পাদক আবুল কালাম,সহসভাপতি কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বস বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘আম প্রকৃতির নিয়মেই পাকে। অপরিপক্ক আম পেড়ে বাজারে বিক্রি করে এ জেলার আমের সুনাম যেন নষ্ট না হয় সে কারণে আম সংগ্রহের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা অনুসরণ করে আম সংগ্রহ করে বাজারজাত করলে কোনো প্রকার সমস্যা থাকবে না। ২২ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি (বারি আম-৩), ২১ জুন থেকে ফজলি এবং ১ জুলাই থেকে আশ্বিনা বারি-৪ জাতের আম সংগ্রহ অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই বাণিজ্যিক উদ্দেশ্যে অপরিপক্ক আম পাড়া যাবে না। কেউ যেনো কোনোভাবে অপরিপক্ক আম গাছ থেকে পেড়ে বাজারজাত না করতে পরে এ ব্যাপারে সতর্ক দৃষ্টি থাকবে বলেও জানান তিনি। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, ‘চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৭৪০ হেক্টর, আলমডাঙ্গায় ২৮০ হেক্টর, দামুড়হুদায় ৭৯৫ হেক্টর ও জীবননগরে ৬৫০ হেক্টর আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে চুয়াডাঙ্গায় আমের আবাদ হয়েছে। এ মৌসুমে প্রায় ৩৫ হাজার মেট্রিকটন আম উৎপাদনের সম্ভবনা রয়েছে। জেলার জন্য আম সংগ্রহের যে সূচী দেওয়া হয়েছে, তার বাইরে কেউ অপরিপক্ক ও অস্বাস্থ্যকর আম বাজারজাত করতে পারবেন না।
![](https://newsbdjournalist24.com/wp-content/uploads/2023/05/received_701743318387114-300x200.jpeg)
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।