চিলমারীতে চরাঞ্চলের গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র                                                                                   

লেখক: লিটন সরকার
প্রকাশ: 4 hours ago

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

শীতের প্রকোপ ও শৈত্যপ্রভাহ থেকে অসহায় মানুষের সুরক্ষা নিশ্চিত করতে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে  কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার চিলমারী সদর ও নয়ারহাট ইউনিয়নে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

“উইন্টারিজেশন প্রোগ্রাম ২০২৪-২৫” কর্মসূচীর আওতায় চিলমারী সদর ইউনিয়নের ৪৫১ ও নয়ারহাট ইউনিয়নের ৪৫১ পরিবার সহ মোট ৯০২ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ২ টি কম্বল, ২ শাল ও ১টি সোয়েটার দেয়া হয়। ২৪ ও ২৫ নভেম্বর ২০২৪ ইং তারিখে এই বিতরণ কার্যত্রম পরিচালিত হয়।

উনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রতিনিধি জনাব মোঃ হারুন অর রশিদ, গরীব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব আঃ লতিফ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এসআই মোঃ ফারুক মিয়া, এএসআই মোঃ আঃ মালেক মিয়া ও মোঃ আঃ মতিন। এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিক লিটন সরকার, সাংবাদিক শাহের আলী এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ  উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহযোগীতা করেন।

শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা এর ধরনের উদ্যোগকে মানবিক সহায়তার একটি অনন্য উদাহারণ বলে উল্লেখ করেন।

error: Content is protected !!