চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হল এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 month ago

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহীঃ 

চাঁপাইনবাবগঞ্জে এইচ পি ভি টিকাদান কর্মসূচি-২০২৪,এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্দ্যোগে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিজস্ব মিলনায়তনে এইচ পি ভি টিকাদান কর্মসূচি-২০২৪, এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মো. গোলাম মোস্তফা, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন মো. আব্দুস সামাদ, জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাও: মো. আনিসুজ্জামান সিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়, ডাঃ মো. আসেম আলী, উপ-পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমি, রাজশাহী।

খতিব ও ইমামদের পক্ষ থেকে আলোচনা রাখেন জেলা মডেল মসজিদের খতিব ও ইমাম মাওলানা মো. মোখতার আলি। পরিকল্পনা সভায় জেলার ক্বওমী, হাফেজিয়া, আলিয়া মাদ্রাসা ও বিভিন্ন মসজিদের খতিবগণ অংশ গ্রহণ করেন।

error: Content is protected !!