module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: 32768; ?cct_value: 0; ?AI_Scene: (200, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: 32768;
cct_value: 0;
AI_Scene: (200, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
হুমায়ুন কবির : কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ সময় শেখ হাসিনা দেশ ত্যাগে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতারা। শুক্রবার বিকেল ৪ টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ স্থলে হঠাৎ বিএনপি নেতা হামিদ কন্যা হুমায়রা জান্নাত প্রার্থনা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতিকী সাজে আসলে নেতাকর্মীরা বিপুল উৎসাহে তাকে বরন করে নেয় ।কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,পৌর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ওলিয়ার রহমান , মাওলানা আবু তালেব, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন , পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনি, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন , পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হোসাইন , পৌর কৃষক দলের আহবায়ক আনসার আলী মালিতাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলা এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ।
সমাবেশের প্রধান অতিথি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন , ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বাংলাদেশ স্বৈরচার মুক্ত হয়েছে । এটা ছাত্র-জনতার বড় অর্জন । এ অর্জন আমাদের ধরে রাখতে হবে । দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা সহিংসতা করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না । সহিংসতায় কেউ জড়িত থাকলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও তুমি কড়া ভাষায় হুশিয়ারি উচ্চারণ করেন । সমাবেশ শেষে নিহত ছাত্রদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।