চাঁদবাজী মামলায় কথিত সংবাদিক আলামিন গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: 2 years ago

সাতক্ষীরা প্রতিনিধিঃ
অনিবন্ধিত অনলাইন পোর্টাল খুলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কালে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে কথিত সাংবাদিক আলামিন। মঙ্গলবার রাতে তাকে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কালিবাড়ী নামক স্থান থেকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে কয়েকটি ভূয়া কার্ড জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে পাটকেলঘাটা থানা পুলিশ সাংবাদিকদের এতথ্য জানায় পুলিশ। অভিযুক্ত আলামিন সরদার (৩০) পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের তুব্বাত সরদারের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, আলামিন সরদার সোনার বাংলাদেশ নামে তথাকথিত একটি অনলাইন পোর্টাল খুলে বিভিন্ন সরকারী দপ্তরে চাঁদবাজি করে আসছিল। সম্প্রতি শ্যামনগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তাকে জিম্মি করে মোটাঅংকের চাঁদা আদায়ের চেষ্টা করে। ঘটনাটি তখন দৈনিক সাতনদী সহ বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। কিছুদিন আগে যশোর জেলার এক সাংবাদিকের সাথে প্রতারনা করে কয়েক হাজার হাতিয়ে নেয়। পরবর্তীতে ওই সাংবাদিক টাকা ফেরত চাইলে মোটা অংকের টাকা দাবী করে ভয়ভিতি দেখায় । অবশেষে প্রতরনার ঘটনাটি বুঝতে পেরে ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, চাঁদবাজি মামলায় আলামিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজির ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। মামলা নং-১৭। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
error: Content is protected !!