বিনোদন ডেস্কঃ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকালে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।রওনক হাসান বলেন,''আমরা নিশ্চিত হয়েছি হুমায়রা হিমু আর আমাদের মাঝে নেই। আজ বিকালে উত্তরা বাংলাদেশ মেডিকেলে হিমু মারা গেছেন। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। আমরা যাচ্ছি হিমুদের বাসায়। সেখানে গেলে বিস্তারিত বলতে পারব।অসংখ্য টিভি নাটকে দেখা গেছে হুমায়রা হিমুকে। এর মধ্যে ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না অন্যতম। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের মাধ্যমে হিমুর বড় পর্দায় অভিষেক হয়। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছিল।