লালমনিরহাট প্রতিনিধি:
চলন্ত লালমনি এক্সপ্রেসে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় ট্রেনের অ্যাটেনডেন্ট গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লালমনিরহাট রেলওয়ে থানার (জিআরপি) ওসি ফেরদৌস আলী। গ্রেফতার আক্কাস গাজী বরিশাল সদড়ের শায়েস্তাবাদ সড়কের বাসিন্দা এবং তিনি সেলুন বেয়ারা (ভারপ্রাপ্ত অ্যাটেনডেন্ট) হিসেবে লালমনি ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে কর্মরত। এ ঘটনায় এএসআই রুহুল আমিন বাদী হয়ে ৯ (১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে রেলওয়ে থানায় মামলা দেয়।
ধর্ষণের শিকার কিশোরীর (১৩) বাড়ি ময়মনসিংহের এক উপজেলায় স্বাস্থ্য পরিক্ষার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে কিশোরীর মা গাজীপুরের মেসে কাজ করেন,মেয়ে মাঝে মাঝেই মায়ের কাছে আসত এবং কয়েকদিন পর গ্রামের বাড়ি ফিরে যেত। মামলার বরাতে বলা হয়েছে মঙ্গলবার রাতে কিশোরী জয়দেবপুর স্টেশনে আসে ময়মনসিংহ যাওয়ার জন্য। কিন্তু তার ট্রেনে বিলম্ব ঘটে, পরে রাত সোয়া ১২ টার দিকে না বুঝেই ভুল করে সে লালমনি এক্সপ্রেসে উঠে পড়ে।রাত আরাই টার দিকে অ্যাটেনডেন্ট আক্কাস গাজী টিকেট চেকিংয়ের জন্য যান, টিকেট না পেয়ে তাকে একটি আসনে বসিয়ে দেয় অ্যাটেনডেন্ট। পরে সকাল ৮ টার দিকে কিশোরীকে আসন থেকে তুলে একটি কেবিনে নিয়ে যান অ্যাটেনডেন্ট। ট্রেনটি লালমনিরহাটের তিস্তা স্টেশনে পৌঁছায় সকাল সাড়ে ১০ টায়, তখন ওই কেবিন থেকে কান্না ও চিৎকারের শব্দ শুনে পুলিশ সদস্যরা এগিয়ে যান,তখন কিশোরীকে উদ্ধার এবং অ্যাটেনডেন্টকে পুলিশ আটক করে বলে মামলায় উল্লেখ করা হয়। লালমনিরহাট জিআরপি থানার ওসি ফেরদৌস আলী বলেন, আক্কাস গাজীকে মামলায় গ্রেফতার দেখিয়ে লালমনিরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।