শাহিদুর রহমান,দিরাই উপজেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জ দিরাই উপজেলা চনরাচর ইউনিয়ন মানিকদা গ্রামের জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত। নিহত হলেন মানিক দার গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে ফয়জুনুর মিয়া ( ৫৫). পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তাদের নিজ জমিতে ধান রোপণ করতে বের হয়ে যায়,মাঠে ফয়জুনুর মিয়া তার ছোট ভাই জয়তুনুর মিয়া । ঐ সময় নূর আলীর ছেলে সাদিকুর রহমান (৩০) রফিক মিয়া(২৮) মুজিবুর মিয়া (২৫)মহিবুর মিয়া(২২) আব্দুল বাসির (২০)আবু কালাম (১৮) বাবর আলীর ছেলে সালেহ রহমান কে নিয়ে আমাদের জমিতে জোরপূর্বক ধান রোপণ করা শুরু করে। এতে বাধা দিলে বাধা না মেনে আমাদের উপর হামলা চালায়। হামলায় ফয়জুনুর আহত হয়ে মাটিতে ঢলে পড়ে।পরিবারের লোকজন খবর শুনে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ঈশিতা রায় তাকে মৃত ঘোষণা করেন। দিরাই থানা এস আই নিউটন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে, দিরাই পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে, তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।