ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৮১

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 years ago

অনলাইন ডেস্কঃ

অতি প্রবল ঘূর্ণিঝড় ‌‌‌‘মোখা’র আঘাতে মিয়ানমারে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। তাদের অধিকাংশই রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের বাসিন্দা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম ‘ইরাবতি’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় নেতারা ঘটনাস্থলে এএফপি সাংবাদিকদের জানিয়েছেন, নির্যাতিত রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত রাখাইন রাজ্যে গ্রামগুলোতে কমপক্ষে ৪৬ জন মারা গেছেন। সিত্তওয়ের কাছে বু মা গ্রামের প্রধান কার্লো বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

গত রবিবার ১৫ই মে সুপার সাইক্লোনটি মিয়ানমার ও বাংলাদেশের উপকূলে আঘাত হানে।

মিয়ানমারের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখা যখন দেশের উপকূলে প্রবেশ করে তখন এর সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। উল্লেখ্য, ২০০৮ সালে ঘূর্ণিঝড় নার্গিস মিয়ানমারের ইরাবতী নদীর বদ্বীপের আশেপাশের জনবহুল এলাকা ধ্বংস করে দেয়। তখন মৃত্যু হয় অন্তত ১ লাখ ৩৮ হাজার মানুষের। হাজার হাজার ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা ভেসে গিয়েছিল।

সি, বিশ্বাস / নিউজবিডিজারনালিষ্ট ২৪

error: Content is protected !!