সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের কামারটুকে সন্ত্রাসী হামলায় ৩ জন আহত ও বাড়িঘর ভাঙ্গচুর করা হয়েছে। গত ৮ এপ্রিল রোজ শনিবার রাত ৯ টায় কামারটুক গ্রামের আব্দুল হান্নানের বাড়িতে দেশিয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে হামলা চালায় একই গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে গুল আহমেদ, জয়নাল আবেদীনের ছেলে দিলোয়ার হসেনেসহ একটি প্রভাবশালী সিন্ডিকেট।
এ ব্যাপারে গত ৯ এপ্রিল সুনামগঞ্জ সদর মডেল থানায় আব্দুল হান্নানের ছোটবোন নেহারুন নেছা বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, পুর্ব শক্রতার জের গত ৮এপ্রিল রাতে আব্দুল হান্নানের ঘরের বেড়া রামদা দিয়ে কুপিয়ে কুপিয়ে ভাঙ্গচুর করে আসামীপক্ষের লোকজন। এ সময় আব্দুল হান্নান প্রতিবাদ করলে তাকে কিল,ঘুষি ও অস্ত্র দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করে।
পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতরা হলেন শিরিনা (৩০) শাহাজাহান (৪০)। মামলার অন্যান্য বিবাদীরা হলেন আব্দুর রূপ এর ছেলে সুমন, মৃত ইয়াছিন আলীর ছেলে আব্দুর রুপ, সিরাজ মিয়ার ছেলে আঃ মছব্বির, আব্দুস সালাম, হুছন আলীর ছেলে সামছুল।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্টু তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।