গোলাপ ফুল
মুহাঃ মোশাররফ হোসেন
হৃদয় কেড়ে দেয় এনে ভূমর
নাকে নাহি লাগে এর সৌরব,
গোলাপে সৌরব না হয়েও কিন্তু
আছে এর অনেক গৌরব।
গোলাপ হলো সবার
মনোমুগ্ধকর এক রঙ্গিন রূপ,
সুগন্ধে ভরে আছে যার
আছে এক আনন্দের স্তূপ।
লাল, সাদা, হলুদ আরও কত
আছে যে এর রঙ,
দেখেই শুধু হয় মুগ্ধ আর
মনে লাগে কত যে ঢঙ।
বিষাক্ত কাঁটায় গাঁথা আছে গাঁয়
দেখেই মুগ্ধ এর থেকে পায়না কেহ রেহায়,
প্রেমের বার্তাবহে চলে আসে বন্ধুত্বের ছোয়া,
তারই পরশে মনে জাগে প্রার্থনার দোয়া।
প্রকৃতির মাঝে এক অপরুপ সাজ,
এরই পরশে থাকেনা কারও মনে লাজ,
আবেগ ভালবাসা হৃদয়ে জেগে তোলে এই প্রকৃতি,
তাইতো হৃদয়ের গহিনে এঁকে থাকে গোলাপের স্মৃতি।