গোলাপের কাঁটা
মুহাঃ মোশাররফ হোসেন
লালিমায় ভরে গোলাপ হাসে
মনে ধরে সৌন্দর্যে ভাসে।
তবে সে লুকিয়ে রাখে এক কথা,
সে ফুল শুধুই নয়! কাঁটাও সমতা।
নরম পাপড়িতে ভরা
আছে মায়ার ঘ্রাণ,
কাছাকাছি এলেই
ফিরে পাই জ্ঞান।
কাঁটার চেয়েও কঠোর
সত্যিই আর নেই,
দেখায় যাহা জীবনে
এক অমলিন রূপেই।
প্রেমের মতো গোলাপের ঢেউয়ে
সৌন্দর্য ভাঙে কাঁটার লেখায়,
জীবনের পথে যায় শিখে
সুখে-দুঃখে মিলেই সঙ্গী হয়।
গোলাপের কাঁটা সহে
জীবন হয় সুন্দর ও দুর্বার,
নেই শ্বাস ভালোবাসো ধরণিতে
এক বিষাক্ত আঘাত গোলাপের কাঁটার।