মোঃ মাসুদ আলম,ব্যুরো চীফ,রাজশাহীঃ
গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধক্ষ্য শহিদুল করিম শিবলীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৩ ইং তার শেষ কর্মদিস।দিনটি স্মৃতির ফ্রেমে বেঁধে রাখার জন্য কলেজের অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা বৃন্দের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রোকনুজ্জামান সরকার, অধ্যক্ষ, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ, আব্দুর রাজ্জাক, সভাপতি, ম্যানেজিং কমিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, মোঃ তরিকুল ইসলাম, সদস্য, ম্যানেজিং কমিটি।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ দুরুল হোদা,। মোঃ সাবিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র কলেজের সহকারী অধ্যাপক বৃন্দ মোঃ শফিকুল ইসলাম, মোঃ কামরুজ্জামান ইসলাম, মোঃ তোসলিম উদ্দিন, আফিয়া সুলতানা, মোঃ আব্দুল মালেক,মোঃ আব্দুল জাব্বার, মোঃ জিয়া উদ্দিন।বক্তারা স্মৃতিচারণ করে বলেন, আজ একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ কলেজে দীর্ঘ ২৪ বছর শিক্ষকতা করেছেন, এ কলেজ যোগদানের পর কলেজের সার্বিক উন্নিত হয়েছে। আজকে এ মহান উপাধ্যক্ষের বিদায় জানাতে গিয়ে হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আমরা আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আপনি সবসময় আমাদের মাঝে ছিলেন ভবিষ্যতেও থাকবেন।বিদায়ী উপাধ্যক্ষ বলেন,আমি শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কল্যাণকে সবসময় গুরুত্ব দিয়েছি। তারপরও যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই নিজগুণে ক্ষমা করবেন।সভাপতির বক্তব্যে অধ্যক্ষ রোকনুজ্জামান সরকার বলেন ,উপাধ্যক্ষ শহিদুল করিম শিবলী একজন সদালাপি,বিনয়ী,ভদ্র ও সৎ মানুষ হিসাবে তিনি যথার্থভাবেই তার দায়িত্ব পালন করেছেন। তার অভাব পূরণ হবার নয়। যার আদর্শ অনুকরণীয় হয়ে থাকবে।তিনি আরও বলেন,তার সহযোহিতায় আমি কলেজটিকে একটি পর্যায়ে নিয়ে যেতে পেরেছি। তার মত আদর্শ শিক্ষক এবং অনুগত প্রশাসনিক কর্মকর্তার বিদায়ে যে শূন্যতা তৈরি হলো তা পুরণ হবার নয়।পরে অবসরপ্রপ্ত উপাধ্যক্ষকে সহকারী অধ্যাপকবৃন্দ, ফুলেল শুভেচ্ছা, পবিত্র কুরআন শরীফ, জায়নামাজ, ক্রেষ্টসহ বিভিন্ন উপহার তুলে দেন। এসময় কলেজের সকল শিক্ষক শিক্ষিকা, কর্মচারীবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ শহীদ হোসাইন, সহকারী অধ্যাপক, আরবি বিভাগ।