মোঃমাসুদ আলম,ব্যুরো চীফ,রাজশাহীঃ
গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় শোক দিবস ১৫ আগস্ট পালন করা হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।সকাল ১০ টায় অত্র কলেজের অধ্যক্ষের নেতৃত্বে সকল শিক্ষক শিক্ষিকা উপজেলা চত্বরে উপস্হিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এরপর ক্যাম্পাসে এসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের কর্মসূচী শুরু হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রোকনুজ্জামান সরকার, অধ্যক্ষ গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ, প্রধান অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, সভাপতি, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল করিম শিবলী, উপাধ্যক্ষ, মোঃ তফিকুল ইসলাম মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপকগণ মোঃ আশফাক আলী, মোঃ দুরুল হোদা, ইসায়মিন চৌধুরী, প্রণব কুমার দে, আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, সভাপতি, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ,অনুষ্ঠানে সভাপতি তার সমাপনী বক্তব্য বলেন আজকের দিন বেদনা বিধুর দিন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন কার্যকর করেছেন। এই জন্যেই তিনি বঙ্গবন্ধু, এই জন্যেই তিনি জাতির পিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে কোনদিনই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ নির্মাণ হতো না। যারা বাংলাদেশকে মেনে নিতে পারে নি, তারাই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলো। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে তারা জাতিকে নেতৃত্ব শূণ্য করতে চেয়েছিল। কিন্তু তাঁর দুই কন্যা সন্তান শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় তাঁরা প্রাণে বেঁচে যায়।তিনি আরো বলেন, আজ বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের ‘রোল মডেল’। বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে। আমাদের সবাইকে একসাথে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বির্নিমাণে। এটাই হোক শোকের মাসে অঙ্গিকার।আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ শহিদ হোসাইন, সহকারী অধ্যাপক, আরবি বিভাগ।