মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী:
“পিপিআর রোগের টিকা দিন, ছাগল ও ভেড়া সুস্থ রাখুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।
তারই অংশ হিসেবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গোদাগাড়ী, রাজশাহীর আয়োজনে বৃহস্পতিবার সকাল ৮ টায় গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের সাগরপাড়া গ্রামে এই ক্যাম্পেইম অনুষ্ঠিত হয়।
সকালে মাইকে ঘোষণা করার পর থেকে গ্রামের লোকজন তাদের পালিত ছাগলগুলোকে ভ্যাকসিন নিতে আসতে দেখা যায়। এদিকে ভ্যাকসিন প্রাদান কর্মী জলিলের সাথে কথা বললে তিনি নিউজ বিডি জার্নালিষ্ট ২৪. কম কে বলেন গতকাল বুধবার সকালে ১নং ওয়ার্ডে ৬০০ (ছয়শত) ছগলকে ভ্যাকসিন দিয়ে এর এ কার্যক্রম শুরু করি। আজকে ২নং ওয়ার্ড এসেছি। এখনে মানুষ আগ্রহের সাথে আসছে।
এভাবে পৌরসভা ও উপজেলার প্রতিটি ওয়ার্ডে এ ক্যাম্পেইন চলবে। যদি কোন ওয়ার্ডে একদিনে শেষ না হলে সেক্ষেত্রে পরের দিনও চলবে কিন্ত বাদ দেওয়া যাবে না। প্রতিটি ওয়ার্ডে দুইজন করে কর্মী কাজ করছে। পশু সুস্থ রাখার জন্য তাদের যত্ন নিতে হবে। ভ্যাকসিন গ্রহণ করতে হবে।
অন্যদিকে ভ্যাকসিন নিতে আসা মানুষের সাথে কথা বললে তারা বলেন আমাদের গবদি পশুকে রোগ মুক্ত রাখার জন্য এখানে এসেছি। আমাদের পশুগুলো সুস্থ থাক এটাই আমাদের প্রত্যাশা।