গোদাগাড়ীতে ইফার আয়োজনে জাতীয় শোক দিবস পালন

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃমাসুদ আলম,ব্যুরো চীফ,রাজশাহীঃ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন গোদাগাড়ী উপজেলা বিভিন্ন কর্মসূচী পালন করে।মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর প্রতিটি কেন্দ্রে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং প্রতিটি কেন্দ্রে আলোচনা ও বিশেষ দোয়ার আয়োজন এবং তবারক বিতরণ করা হয়।

এরপর সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের সাথে যুক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সকাল ১০টা ৩০ মিনিটে শোক র‍্যালি শুরু হয়।র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।এরপর গোদাগাড়ী উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে পবিত্র কুরআন খতম, বিশেষ আলোচনা সভা ও দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ গোদাগাড়ী। সভাপতিত্ব করেন মোঃ আব্দুল অদুদ, ফিল্ড  সুপারভাইজার , গোদাগাড়ী উপজেলা আলোচনা সভা শেষে ১৫ আগস্ট এর সকল শাহাদাত বরণকারীগণের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোদাগাড়ী মডেল মসজিদ কমপ্লেক্স এর পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা মোঃ শিবগাতুল্লাহ।

error: Content is protected !!