গোদাগাড়ীতে অনুষ্ঠিত হল প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন

লেখক: Rakib hossain
প্রকাশ: 4 weeks ago

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহী:

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্ষক্রম প্রকল্পের শিক্ষক -কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন, গোদাগাড়ী, রাজশাহীর আয়োজনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সেে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ উল্লাহ, ফিল্ড সুপারভাইজার, গোদাগাড়ী
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিসুজ্জামান সিকদার,বিভাগীয় পরিচালক, রাজশাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিরুল ইসলাম, ফিল্ড অফিসার, রাজশাহী, মো: মাহবুব আলম, ফিল্ড সুপারভাইজার, তানোর, মুফতি ,মাওঃ সিবগাতুল্লাহ, পেশ ইমাম ও খতিব, মডেল মসজিদ।

প্রথম অধিবেশনে মাসিক সমন্বয় সভা শেষে দ্বিতীয় অধিবেশনে ৯০ জন প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন শুরু হয়। বিশেষ অতিথি মোঃ আমিরুল ইসলাম বলেন, সময় এসেছে আপনার নিজেকে নতুন রুপে সাজান। আল্লাহ আমাদের ছাড় দিয়েছেন কিন্তু ছাড় দেননি। আমাদের উপর যে দায়িত্ব আছে তা যথাযথ ভাবে পালন করব।মা বোনদের বলব আপনারা পর্দা করবেন। নিজকে হেফাজত করবেন।
প্রাধান অতিথি তার বক্তব্যে বলেন আপনারা সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি।আপনারা প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম। আপনারা প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুন। আপনাদের উদ্দোক্তা হতে হবে।

আপনাদের জন্য এ প্রতিষ্ঠান বিনা সুদে ঋনের ব্যাবস্হা করেছেন। আপনানা এখানে থেকে ঋণ নিয়ে হাঁস মুরগির খামার করতে পারেন। অনেকে খামার করে আজ সাবলম্বী হয়েছে। আপনাদের মাঝে যারা হজ্জের জন্য ইচ্ছা পেশন করছেন তাদের সরকারি ব্যবস্হাপনায় হজ্জে যাবেন এবং অন্যকে যাওয়ার জন্য বলবেন।সরকারি ভাবে হজ্জে গেলে প্রতারিত হবেন না। গত বছরে যারা হজ্জে গিয়েছিলেন তাদের খরচের পর যে টাকা অবশিষ্ট ছিল তা ফেরত দেওয়া হচ্ছে।

রাজশাহী বিভাগে ২৭৪ জনকে চেকের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হয়। যা কোন এজেন্সি দেবে না। তিনি আরও বলেন আগামী ২৪ অক্টোবর থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের এইচ পি ভি টিকা দেওয়া হবে। আপনারা জুম্মা খতবায় প্রচার করবেন। সকলে যেন টিকা পায় সে বিষয়টি খেয়াল রাখবেন।

error: Content is protected !!