Tuesday, January 14, 2025

গুলিবিদ্ধ মাগুরার হোসেনের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের

Date:

Share post:

মোঃ ইমদাদ মাগুরা:

মাগুরা সদর উপজেলার রাঘবদার ইউনিয়নের বীরপুরুষ গ্রামের রিকশা চালক ও বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী হোসেন আলী জুলাই বিপ্লবের সময় পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলে গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের হোসেন আলীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে হোসেন আলী অভিযোগ করেন, এখন পর্যন্ত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার পাশে দাঁড়াননি।

হোসেন আলীর পরিবার জানায়, ঘটনার পরপরই তাকে মাগুরা সদর হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। তার চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছে পরিবার। বিএনপি’র পক্ষ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার কষ্টও প্রকাশ করেছেন তিনি।

হোসেন আলী বলেন, “আমার চিকিৎসার জন্য সাইমুম নামে ছাত্রদলের একজন নেতা ব্যক্তিগতভাবে পাশে দাঁড়িয়েছেন এবং তার সামর্থ্য অনুযায়ী সহায়তা করছেন। কিন্তু স্থানীয় বা কেন্দ্রীয় নেতাদের কারো থেকে কোনো সহযোগিতা পাইনি। আমি বাঁচতে চাই। বিএনপি নেতাকর্মীদের কাছে আবেদন করছি, আমার পাশে দাঁড়ান।”

হোসেন আলীর পরিবারের মতে, এ ঘটনার ব্যাপারে নেতাকর্মীদের হয়তো জানা নেই কারণ তিনি ঘটনার পর থেকেই ঢাকায় চিকিৎসাধীন। এখন সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সবার নজরে আনার চেষ্টা করছেন।

হোসেন আলীর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা আশা করছেন, বিএনপি নেতাকর্মীরা দ্রুত তার পাশে দাঁড়াবেন এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতিকে বয়কট বহি’ষ্কারের আবেদন

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরের ৯নং ওয়ার্ড বিএনপির কার্যনির্বাহী কমিটির ৪৮ জন সদস্য ওয়ার্ড সভাপতি আমির হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের...

বেনাপোল ইমিগ্রেশনে ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে আ’টক

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল ইমিগ্রেশন থেকে ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে (২৫) এবং তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিৎ...

কালীগঞ্জে ১৪ কৃষি উদ্যোক্তা পেলেন সম্মাননা

কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১৪ জন তরুণ কৃষি উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করেছে বেসরকারি সাহায্যকারী সংস্থা "সিও"। এ...

কুয়াদায় টেন্ডার ছাড়াই গাছ বিক্রি দ্বিতীয় দফায় ত’দন্তে জেলা পরিষদের কর্মকর্তা

স্টাফ রিপোর্টার: যশোরের কুয়াদায় টেন্ডার ছাড়াই ২/৩ লাখ টাকার গাছ মাত্র ৫৫ হাজার টাকায় বিক্রির ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি...