গাসিক নির্বাচন গাজীপুরের মাটি ও মানুষের জন্য কাজ করেছি

লেখক:
প্রকাশ: 2 years ago

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে মেয়র পদে বুধবার দুপুর ১২টার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিন। ওই সময় তিনি সংবাদ মাধ্যমকে বলেন- আমি বিগত দিনে গাজীপুরের মাটি ও মানুষের জন্য কাজ করেছি। আশা করি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবো। মনোনয়নপত্র জমাদানের পর নিয়াজ উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন- অনেক নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনীহা সৃষ্টি হয়েছিল। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে। আমি আশা করবো নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে- মঙ্গলবার পর্যন্ত মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২৪ এবং নারী কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে ৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এখন পর্যন্ত মেয়র পদে আওয়ামীলীগের অ্যাডভোকেট আজমত উল্লা, জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন, স্বতন্ত্র হিসেবে আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মন্ডল, ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান, জাকের পার্টির রাজু আহমেদসহ ১০ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। আগামী ৩০ এপ্রিল গাসিক নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। প্রার্থীতা প্রত্যাহার ৮ মে এবং প্রতীক বরাদ্দ হবে ৯ মে। ইভিএমের মাধ্যমে আগামী ২৫ মে দেশের গুরুত্বপূর্ণ এই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

error: Content is protected !!