আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে মঙ্গলবার সন্ধ্যায় গণজাগরণের পালাগান অনুষ্ঠিত হয়ে গেলো। জেলা শিল্পকলা একাডেমি, গাজীপুরের ব্যবস্থাপনায় গণজাগরণের এ শিল্প আন্দোলনে কানন দেওয়ান ও শিউলি দেওয়ান বাউলগান পরিবেশন করেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়াহিদ হোসেন সহ অন্যান্যরা পালাগান উপভোগ করেন।
জেলা কালচারাল অফিসার শারমীন জাহান জানান, জেলা প্রশাসক মহোদয় নাটমন্দিরটিকে ব্যবহার উপযোগী করে দিয়েছেন দ্রুত তম সময়ের মধ্যে। এতে করে সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা গেছে।
সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম (লিটন) এ ব্যাপারে বলেন, বিদায়ী জেলা প্রশাসকের সময় একবছরের বেশি সময় নাটমন্দির ব্যবহার অনুপযুক্ত হয়ে পড়ে পুরনো আসবাবপত্র
দিয়ে ওই স্থানটি আটকে রাখার কারণে। কিন্তু বর্তমান জেলা প্রশাসক কয়েক দিনের মধ্যে সব ঠিক করে ব্যবহার উপযোগী করে ফেললেন ম্যাজিকের মতো। এজন্য সাংস্কৃতিক অঙ্গনের সবার পক্ষে আমি ডিসি মহোদয়কে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।