গাজীপুর প্রেসক্লাবের জেল হত্যা দিবস পালিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

আলিফ আরিফা, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ৩রা নভেম্বর জেলা হত্যা দিবস পালিত হয়েছে
আজ সকালে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন,গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুর রউফ নয়ন।

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে মাহতাবউদ্দিন আহমদের সঞ্চালনায়, সাবেক গাজীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদী শামীম,
গাজীপুর জেলা কবিতা পরিষদের সভাপতি আবু নাসের খান তপন, দৈনিক গনমূখ সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন,মীর মোহাম্মদ ফারুক, এম এ সালাম শান্ত, এম এ ফরিদ,আবিদ হোসেন বুলবুল প্রমূখ আলোচনায় অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, ৩রা নভেম্বর জেল হত্যার মত নৃশংস ঘটনার যেন আর পুনরাবৃত্তি আর না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ১৯৭৫ এর ১৫আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং ৩নভেম্বর জেল হত্যার ঘটনায় নিহতদের আত্নার শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাংবাদিক সাইদুর রহমান সাইদ। পরিশেষে গনভোজ আয়োজন করা হয়।

error: Content is protected !!