আলিফ আরিফা,গাজীপুর প্রতিনিধিঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার বেলা বারোটায় গাজীপুর প্রেসক্লাবের উদোগে প্রেসক্লাব ভবনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক গণমুখ পত্রিকার সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন , সৈয়দ মোকছেদুল আলম (লিটন), রাহিম সরকার , হাবিবুর রহমান, মীর মোহাম্মদ ফারুক, কাজী মকবুল হোসেন, সাদেক আলী, আফজাল হোসেন রেজাউল করিম , আবিদ হোসেন বুলবুল ও মানিক সরকার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ ।
সভাপতি অধ্যাপক মাসুদুল হক বলেন, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুকে সারাজীবন রাজনীতিতে অনুপ্রেরণা জুগিয়েছেন। বঙ্গমাতা ওই সময়ের সরকারের ভয়ে ভীত ছিলেন না। রাজনৈতিক কঠিন সময়ে নেতা-কর্মী ও জনগণের সাহস ও শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।বঙ্গবন্ধুকেও সাহস জুগিয়েছেন তিনি।
শেষে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সাংবাদিক সাইদুর রহমান সাইদ।