আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিউজ ২৪ চ্যানেল বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফতে মোহাম্মদ শফিকুল ইসলাম। শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয় ভাওয়াল সম্মেলন কক্ষে নিউজ ২৪ এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় কেক কেটে সংবাদ ভিত্তিক চ্যানেলটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ও Atn news যের মাজারুল ইসলাম মাসুম, এম এ সালাম শান্ত,সংবাদ প্রতিদিনের প্রতিনিধি ও সাধারণ সম্পাদক গাজীপুর সাংবাদিক ইউনিয়ন , সময় টেলিভিশনের প্রতিনিধি রাজিবুল হাসান, নাগরিক টেলিভিশনের প্রতিনিধ মোহাম্মদ আল-আমিন, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি মোঃ আশরাফ আলী , সাংবাদিক ইউনিয়নের নারী নেত্রী মুন্নি খানম পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র্যালী অনুষ্ঠিত হয়েছে ।