গাজীপুরে নবজাতকের আলো মুখ ফুটাতে প্রাণ হারালেন মা

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়নের বরুন গ্রামে নবজাতকের আলোর মুখ ফুটেতে গিয়ে জীবন দিতে হলো রোজিনা বেগম (৩৭) নামের এক গৃহবধূর।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণত সম্পাদক এম এ সালাম শান্ত’র ছোট ভাই মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মো. আব্দুল কালামের স্ত্রী
ও বীর মুক্তিযোদ্ধা মৃত সোলাইমানের পুত্রবধূ।
তিনি ৩ সন্তানের জননী।
জানাযায়, সন্তান গর্ভে আসার পর থেকেই রোজিনা বেগম নানা ধরনের রোগে ভুগছিলেন। ৫ আগষ্ট শনিবার তার প্রসব বেদনা শুরু হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রবিবার বিকেলে চিকিৎসারত ও সিজারিয়ানের মাধ্যমে একটি সুস্থ ছেলে সন্তানের জন্ম হয়। এ দিকে
সন্তান জন্মের ১২ ঘন্টা পর চিকিৎসারত অবস্থায় প্রচুর পরিমানে রক্তক্ষরনে রবিবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত হয় বলে জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন।
এটা ছিল তার তিন নম্বর সিজারিয়ান।সোমবার আড়াইটার দিকে বরুন উচ্চ বিদ্যালয় মাঠে নিহত ওই গৃহবধূর নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

error: Content is protected !!