আলিফ আরিফা,গাজীপুর প্রতিনিধি:
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) কর্মসূচির আওতায় গাজীপুরের বিভিন্ন মসজিদ, মন্দির ও সামাজিক সংগঠনের নামে চেক রোববার বিকেলে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন নাহার ভুঁইয়া ১৩ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন।
গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে গাজীপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত থেকে চেক গ্রহণ করেন।গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ ওয়াহিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। চেক হস্তান্তরের পূর্বে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে তার অনুকূলে বরাদ্দকৃত এই টাকা যথাযথ ভাবে খরচের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা চান।
পরে শামসুন নাহার ভুঁইয়া ভওয়াল রাজবাড়ীর মাঠে বৃক্ষ মেলা পরিদর্শনে গিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।