গাজীপুরে আওয়ামীলীগের নির্বাচনোত্তর যৌথ কর্মী সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 2 years ago

 আলিফ আলিফা গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষে বৃহস্পতিবার বিকেলে গাজীপুর শহরের অদূরে বাড়িয়া ইউনিয়নের শুকুন্দি গ্রামের ছুটি রিসোর্টে গাজীপুর সদর মেট্রো থানা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের এক যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন- মে মাসে আহসান উল্লাহ মাস্টাকে হত্যা করার পর তার সন্তানেরা যে ভাবে কেদেছে, তার চেয়ে ভয়াবহ অবস্থা হবে শেখ হাসিনা ক্ষমতায় না এলে। আমি আপনি কেউ বাঁচবো না। আমার আপনার সন্তান কেউ বাঁচবো না। কাজেই সকলকে এক সঙ্গে কাজ করে এই সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে নির্বাচিত করতে হবে। জিএমপি মেট্রো সদর থানা আওয়ামীলীগের সভাপতি এড. ওয়াজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে যৌথ কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও গাজীপুর সিটি মেয়র প্রার্থী এড. আজমত উল্লা খান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোঃ কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল প্রমুখ। আওয়ামীলীগ নেতা রফিজ উদ্দিন রফিজের সঞ্চালনায় কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন- গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি আহসান উদ্দিন প্রধান, বাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আক্তার হোসেন মাস্টারসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
error: Content is protected !!